Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আগামী 02 আগষ্ট ড্রাইভিং লাইসেন্স টেষ্ট বোর্ডের পরীক্ষা গ্রহণ করা হবে ।


ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট

ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) প্রস্তুত মোটরযান মালিককে অবহিতকরণ এবং বায়োমেট্রিক্স প্রদান ও সংগ্রহের পদ্ধতিঃ

সেবা গ্রহণের প্রক্রিয়াঃ   

ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের এর ফি জমা প্রদানের পর গ্রাহককে বায়োমেট্রিক্স (চার আঙ্গুলের ছাপ, ডিজিটাল ছবি ও স্বাক্ষর) প্রদানের জন্য মোবাইল ম্যাসেজের মাধ্যমে অবহিত করা হয়। বায়োমেট্রিক্স প্রদানের জন্য গ্রাহককে মোবাইল ম্যাসেজের মাধ্যমে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হয়। নির্ধারিত সময়ে নিম্নেবর্ণিত কাগজ পত্রসহ ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর বায়োমেট্রিক্স (ছবি, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর) প্রদান করতে হয়-

  •     
  • অন-লাইনে নির্ধারিত ব্যাংকে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য প্রযোজ্য ফি জমা রশিদের মূল কপি ও এক সেট ফটোকপি (A4 সাইজ);
  •    
  • রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর মূল কপি ও এক সেট ফটোকপি (A4 সাইজ);
  •    
  • জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স (স্মার্ট কার্ড)/মেশিন রিডেবল পাসপোর্ট- এর মূল কপিসহ এক সেট ফটোকপি;

 

ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক্স প্রদানে এ্যাপয়েন্টমেন্ট (শুধুমাত্র ঢাকা ও চট্ট মেট্রো সার্কেল অফিস)  গ্রহণের পদ্ধতিঃ

          মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে NPBDate টাইপ করে 26969 নম্বরে প্রেরণ করতে হবে। যেমনঃ আপনার পছন্দ অনুযায়ী ১১ ফেব্রুয়ারি তারিখের জন্য এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে চাইলে NP B 11 লিখে 26969 নম্বরে প্রেরণ করতে হবে। ফিরতি ম্যাসেজে উল্লেখিত সময়ে এসে বায়োমেট্রিক্স প্রদান করা যাবে।

          ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি হলে গ্রাহককে মোবাইল ম্যাসেজের মাধ্যমে অবহিত করা হয় এবং তা গ্রহণের জন্য নিম্নোক্তভাবে এ্যাপয়েন্টমেন্ট (শুধুমাত্র ঢাকা ও চট্ট মেট্রো সার্কেল অফিস) গ্রহণ করতে হয়ঃ

          মোবাইলের এসএমএস অপশনে গিয়ে NPCDate টাইপ করে 26969 নম্বরে প্রেরণ করতে হবে। যেমনঃ আপনার পছন্দ অনুযায়ী 1 ফেব্রুয়ারি তারিখের জন্য Appoinment করতে চাইলে NP C 11 লিখে 26969 নম্বরে প্রেরণ করতে হবে। ফিরতি ম্যাসেজে উল্লেখিত সময়ে এসে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট গ্রহণ করা যাবে। নির্ধারিত তারিখে সার্টিফিকেট গ্রহণ করা সম্ভব না হলে একই পদ্ধতিতে পুনরায় এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা যাবে।

                     

রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট, আরএফআইডি ট্যাগ ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংক্রান্ত বিভিন্ন এসএমএস প্রদান ও গ্রহণের (পুশ-পুল) নিমিত্ত মোটরযান মালিকের মোবাইল নম্বর পরিবর্তন পদ্ধতিঃ

 

সেবা গ্রহণের প্রক্রিয়াঃ

মোবাইল নাম্বারের এসএমএস অপশনে গিয়ে NPVehicle Reg. Numerical No (6 digit)Transaction Number (Last 6 digit) টাইপ করে 26969 নম্বরে প্রেরণ করতে হবে। যেমনঃ আপনার মোটরযানের রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-গ-12-1212 এবং টাকা জমা রশিদের ট্রানজেকশন নাম্বার 2001011325989 ।  যেমন; আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে NP 121212 325989 লিখে 26969 নম্বরে প্রেরণ করতে হবে।

 

জরুরি প্রয়োজনেঃ

রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংক্রান্ত : 01755-615926

ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংক্রান্ত                        : 01790-540211 অথবা 01790-540210


        Share with :    

                facebook                twitter   

অফিস লোকেশন